প্রকাশিত: Tue, Jul 4, 2023 11:45 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:16 AM

[১]বাংলাদেশ-আফগানিস্তান আজ প্রথম ওয়ানডেতে মুখোমুখি

তারিক আল বান্না: [২] গত বছরের ২৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুদলের সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশকে। হারের সেই ক্ষত শুকোতে না শুকোতেই একই ভেন্যুতে আফগানদের বিপক্ষে নতুন সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে আজ বুধবার দুপুর ২টায়। বাংলাদেশ চাইবে সেই হারের প্রতিশোধ নিতে, আর সফরকারীদের লক্ষ্য থাকবে চট্টগ্রামে টানা দ্বিতীয় জয়। সূত্র: ইএসপিএন

[৩] বাংলাদেশ অবশ্য দ্বিপাক্ষিক ওয়ানডে লড়াইয়ে আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত দুদল পরস্পরের বিরুদ্ধে ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তারমধ্যে বাংলাদেশ ৭টি এবং আফগানিস্তান ৪টিতে জয়লাভ করেছে। দুদলের শেষ ম্যাচের মতো প্রথম ম্যাচেও জয়লাভ করেছিল আফগানিস্তান দল। 

[৪] বাংলাদেশ সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজিত হলেও সর্বশেষ সিরিজ জিতেছে তাদের বিরুদ্ধে। গত বছরের ফেব্রুয়ারিতে সেই সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী হয়। 

[৫] দুদলের বাকি ১০ ম্যাচের মধ্যে ২০১৪ সালের ১ মার্চ ফতুল্লায় এশিয়া কাপে আফগানিস্তান ৩২ রানে, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ১০৫ রানে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশ ৭ রানে, ২৮ সেপ্টেম্বর মিরপুরে আফগানিস্তান ২ উইকেটে, ১ অক্টোবর মিরপুরে বাংলাদেশ ১৪১ রানে, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর আবুধাবিতে এশিয়া কাপে আফগানিস্তান ১৩৬ রানে, ২৩ সেপ্টেম্বর আবুধাবিতে এশিয়া কাপে বাংলাদেশ ৩ রানে এবং ২০১৯ সালে সাউদাম্পটনে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ৬২ রানে জয়লাভ করে। 

[৬] এবার আফগানিস্তানের এই সফরে কোনো ম্যাচই রাজধানী ঢাকায় নেই। বুধবার প্রথম ম্যাচের পর চট্টগ্রামেই ৮ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সিলেটে। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টির ম্যাচ দুটিও হবে দিবারাত্রির। যা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।   

[৭] ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। আর ৮২ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান রয়েছে নবম স্থানে। র‌্যাংকিংয়ে ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, ভারত ১১৫ পয়েন্ট নিয়ে তৃতীয়, নিউজিল্যান্ড ১০৪ পয়েন্ট নিয়ে চতুর্থ, ইংল্যান্ড ১০১ পয়েন্ট নিয়ে পঞ্চম, দক্ষিণ আফ্রিকা ১০১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, শ্রীলঙ্কা ৮৫ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৬৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে। 

[৮] আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে ওঠে যাবে ইকবাল বাহিনীর। ৩-০ ব্যবধানে জয়ী হলে ৩ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের, যা গিয়ে দাঁড়াবে ১০১ তে। ফলে ইংল্যান্ড ষষ্ঠ ও দক্ষিণ আফ্রিকা তালিকার সপ্তম স্থানে নেমে যাবে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে, রেটিং-র‌্যাংকিং কোনোটাই পরিবর্তন হবে না বাংলাদেশের। যদি ২-১ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতে তাহলে আবার ৩ রেটিং হারাবে বাংলাদেশ। যদিও তখনো বাংলাদেশের অবস্থান থাকবে ৭ নম্বরেই। আর বাংলাদেশ যদি হোয়াইটওয়াশ হয় তাহলে র‌্যাংকিংয়ের ৮ নম্বরে নেমে যাবে টাইগাররা। তখন ৭ নম্বরে উঠে যাবে আফগানিস্তান। সম্পাদনা: ইমরুল শাহেদ